অনিয়মিত পথে সীমান্ত পাড়ি দিয়ে হাঙ্গেরিতে প্রবেশ করতে চাওয়া প্রায় ছয়শ অভিবাসীকে আটকে দিয়েছে দেশটির পুলিশ
ইউরোপ ডেস্কঃ হাঙ্গেরির সংবাদ মাধ্যম জানিয়েছেন যে,হাঙ্গেরি তার পূর্ব সীমান্তে নিয়ন্ত্রণ জোরদার করেছে। আর এরই ধারাবাহিকতায় গত এক সপ্তাহে তারা সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করা প্রায় ছয় শতাধিক অভিবাসনপ্রত্যাশীদের ফেরত পাঠিয়ে দিয়েছে।
তাছাড়াও মাদক সংশ্লিষ্টতার অভিযোগে গত সপ্তাহে সীমান্ত থেকে ২১ জন অভিবাসন প্রত্যাশীকে গ্রেফতার করা হয়েছে।
ইউরোপের অভিবাসন সংক্রান্ত নিউজ পোর্টাল ইনফোমাইগ্রেন্টস সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সির উদ্দ্রিতি দিয়ে জানিয়েছেন, অনিয়মিত উপায়ে ইউরোপে প্রবেশে অভিবাসন প্রত্যাশীদের কাছে অন্যতম পছন্দের দেশ হাঙ্গেরি। সার্বিয়া ও ক্রোয়েশিয়া থেকে হাঙ্গেরিতে প্রবেশ করে অস্ট্রিয়ার দিকে চলে যেতে চান অভিবাসীরা ৷ তবে দেশটির কট্টর ডানপন্থি রাষ্ট্রপতি ভিক্টর অরবানের অভিবাসন বিরোধী নীতির কারণে বেশ কয়েক বছর ধরে অনিয়মিতভাব এই হাঙ্গেরি সীমান্ত পাড়ি দেয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
হাঙ্গেরি পুলিশ সোমবার জানিয়েছে, সীমান্তে নিয়মিত কড়াকড়ির অংশ হিসেবে গত তিন দিন ৪ ফেব্রুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি ৫৮৯ জন অনিয়মিত অভিবাসীকে হাঙ্গেরি সীমান্ত থেকে ফিরিয়ে দেয়া হয়েছে।
এর আগে ২৪ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি সর্বমোট ১২৯৫ জন অনিয়মিত অভিবাসীকে হাঙ্গেরি সীমান্ত থেকে ফিরিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অপরদিকে, সীমান্ত থেকে অনিয়মিত অভিবাসীদের ফিরিয়ে দেয়া ছাড়াও মাদক পাচারে জড়িত সন্দেহে গত সপ্তাহে ২১ জন অভিবাসন প্রত্যাশীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
ইউরোপীয় মানবাধিকার আদালত, ইউরোপীয় কমিশনসহ বিভিন্ন অধিকার সংগঠনের অসংখ্য নিন্দা সত্ত্বেও হাঙ্গেরি তাদের অভিবাসী বিরোধী নীতি অব্যাহত রেখেছে এবং সীমান্তে অভিবাসীদের অবৈধভাবে পুশব্যাক অব্যাহত রেখেছে।
এদিকে আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন ২৮,০৮৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ২৫ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন ৫,৫০১ জন।
অন্যান্য ফেডারেল রাজ্যের মধ্যে OÖ রাজ্যে ৪,৮৮৪ জন, NÖ রাজ্যে ৪,৫৩৯ জন, Steiermark রাজ্যে ৩,৩৬৩ জন,Tirol রাজ্যে ৩,১৭০ জন, Kärnten রাজ্যে ২,০৫৭ জন, Vorarlberg রাজ্যে ১,৭৯৮ জন, Salzburg রাজ্যে ৯৭২ জন এবং Burgenland রাজ্যে ৮০৩ জন নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন।
অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুসারে আজ সমগ্র অস্ট্রিয়াতে করোনার প্রতিষেধক টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ১,৪৪২ জন এবং করোনার প্রতিষেধক টিকার বুস্টার ডোজ গ্রহণ করেছেন ১২,৩৪৬ জন।
অস্ট্রিয়ায় বর্তমানে করোনার প্রতিষেধক টিকার বৈধ সনদ প্রাপ্ত আছেন ৬১,৯১,৮২৪ জন,যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৬৯,৩ শতাংশ।
অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩১,১১,৩১৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৪,২৭১ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ১৭,৫৪,১৪৫ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৩,৪২,৮৯৮ জন। এর মধ্যে আইসিইউ-তে আছেন ১৯৪ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২,০৭২ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
কবির আহমেদ /ইবিটাইমস /এম আর