বিদ্যার দেবী স্বরসতী বন্দনায় ঝালকাঠির শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজন

ঝালকাঠি প্রতিনিধি: মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে  কল্যাণময়ী বিদ্যাদেবীর আবহোন করা হয়েছে। ঝালকাঠিতে নানা আয়াজনের মধ্য দিয়ে বিদ্যার দেবী স্বরসতী পূজা অনুষ্ঠিত হয়েছ।

শনিবার ঝালকাঠি জেলার শিক্ষা প্রতিষ্ঠানে পাড়া-মহল্লায় সার্বজনীন ও হিন্দু সম্প্রদায়ের প্রতিটি পরিবার ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধদায়িনীম মাক্ষদায়িনী এবং শক্তির আধঁার হিসাবে স্বরস্বতী দেবীর আবহোন করা হয়। করানাকালীন অবস্থার কারনে  অল্প কয়েকটি মন্ডব ছাড়া আরম্ভরহীন ভাবে পূজা অর্চনার আয়োজন করা হয়েছ।

ঝালকাঠির জেলা প্রশাসক সকাল বিভিন্ন  পুজা মন্ডব পরিদর্শন করছেন এবং মন্ডব দর্শনার্থীর উদ্দেশ্য  স্বাস্যবিধি মানার  এবং দ্রুত সকলকে সুরক্ষা ভ্যাকসিন নেয়ার আহবান  জানিয়েছেন। সকাল ১১টায় ঝালকাঠির হরিজন পল্লী পুজা মন্ডব পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এসময়  এনডিসি বশির  গাজীসহ নির্বাহী ম্যাজিস্ট্রটগণ উপস্থিত  ছিলেন। সন্ধ্যায় প্রসাদ বিতরণ, আলাকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাধন রায়/ইবিটাইমস/ এম আর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »