ভিয়েনা রাজ্য প্রশাসন ঘোষণা করেছে যে,সে ফেডারেল সরকারের ঘোষণা অনুযায়ী ১৯ ফেব্রুয়ারী থেকে হোটেল-রেস্টুরেন্টে বিধিনিষেধ শিথিল করবে না
ইউরোপ ডেস্কঃ গতকাল বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী) ভিয়েনার রাজ্য গভর্নর ও সিটি মেয়র মিখাইল লুডভিগ (SPÖ) ভিয়েনা সিটি হলে বিধিনিষেধ অব্যাহত রাখার এই সিদ্ধান্তের কথা জানান।
ভিয়েনার মেয়র মিখাইল লুডভিগ করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণের বিস্তারের ঊর্ধ্বগতি এবং দেশের বাধ্যতামূলক ভ্যাকসিন আদেশের সাথে ফেডারেল সরকারের করোনার বিধিনিষেধ শিথিলকরণের সিদ্ধান্তকে অসঙ্গতিপূর্ণ বলে সমালোচনা করেছেন। তবে তিনি জানান ভিয়েনা হোটেল-রেস্টুরেন্টে 2G নিয়ম বহাল রেখে ফেডারেল সরকারের অন্যান্য শিথিলকরণের সিদ্ধান্ত মানবে।
উল্লেখ্য যে,গত সপ্তাহে অস্ট্রিয়ার ফেডারেল সরকার করোনার টাস্ক ফোর্সের সাথে আলোচনা করে ধীরে ধীরে দেশের করোনার বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করে। সরকার প্রধান চ্যান্সেলর কার্ল নেহামার (ÖVP) ঘোষণা করেছিলেন যে, ৫ ফেব্রুয়ারী শনিবার থেকে হোটেল-রেস্টুরেন্ট রাত ১০ টার পরিবর্তে রাত ১২ টা পর্যন্ত খোলা থাকবে। তবে রাত ১২ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত কারফিউ অব্যাহত থাকবে। টিকাবিহীনদের জন্য লকডাউন সমাপ্তির ঘোষণাও দেয়া হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারী থেকে নন-ফুডের দোকানপাটেও টিকাবিহীন লোকজন কেনাকাটা করতে পারবে। শুধুমাত্র FFP2 মাস্ক পড়লেই চলবে। আগামী ১৯ শে ফেব্রুয়ারী থেকে অস্ট্রিয়ার বার ও রেস্টুরেন্টে অর্থাৎ সমগ্র গ্যাস্ট্রোনোমিতে পুনরায় ৩জি নিয়ম পুনরায় ফিরে আসবে। অর্থাৎ করোনার প্রতিষেধক টিকা, আরোগ্য লাভ এবং করোনার প্রতিষেধক টিকার সম্পূর্ণ ডোজ বা এন্টিজেন পরীক্ষার সনদ দিয়েই রেস্টুরেন্টে প্রবেশ করা যাবে।
অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ তার এক প্রতিবেদনে জানায় করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবের এই মাঝামাঝি সময়ে রাজধানী ভিয়েনায় করোনার বিধিনিষেধ রেস্টুরেন্টে শিথিল করতে অপারগতা জানিয়েছেন মেয়র মিখাইল লুডভিগ।
মেয়র গতকাল ভিয়েনার সিটি হলে এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেন যে,ভিয়েনা ক্যাটারিং বাণিজ্যে 2G নিয়ম বজায় থাকবে, যেহেতু অন্যান্য এলাকার মতো সেখানে মাস্ক পরা সম্ভব নয়। অবশ্য তিনি জানান অন্যান্য পয়েন্টে, ভিয়েনা রাজ্য প্রশাসন ফেডারেল সরকারকে অনুসরণ করবে।
করোনার ২জি নিয়ম হল,যারা করোনার প্রতিষেধক টিকার সম্পূর্ণ ডোজ নিয়েছেন এবং যারা সম্প্রতি করোনার থেকে সুস্থ হয়েছেন। রাজধানী ভিয়েনার হোটেল-রেস্টুরেন্টে শুধুমাত্র এই দুই সনদধারীরাই প্রবেশ করার অনুমতি পাবে। আর ৩জি নিয়ম হল, উপরোক্ত দুই সনদ না থাকলেও কেহ যদি করোনারসর্বোচ্চ ৪৮ ঘন্টার পিসিআর পরীক্ষার সনদ বা ২৪ ঘন্টার এন্টিজেন পরীক্ষার সনদ দেখিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করতে পারবে।
এদিকে আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন ৩৬,৩২৯ জন এবং মৃত্যুবরণ করেছেন ২৫ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে সংক্রামিত শনাক্ত হয়েছেন ৭,৩৫৯ জন।
অন্যান্য ফেডারেল রাজ্যের মধ্যে OÖ রাজ্যে ৬,৬৮৫ জন, NÖ রাজ্যে ৬,০৯৯ জন, Steiermark রাজ্যে ৫,৩৯০ জন, Tirol রাজ্যে ৩,৩১০ জন, Kärnten রাজ্যে ২,৬৬৫ জন, Salzburg রাজ্যে ৩,১৭৪ জন, Vorarlberg রাজ্যে ১,৬৫৩ জন এবং Burgenland রাজ্যে ৯৯৪ জন।
অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সমগ্র অস্ট্রিয়াতে করোনার প্রতিষেধক টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ১,৯৪০ জন এবং করোনার প্রতিষেধক টিকার বুস্টার ডোজ গ্রহণ করেছেন ২০,৯১৪ জন।
অস্ট্রিয়ায় এই পর্যন্ত বৈধ করোনার সনদ পেয়েছেন ৬১,৬২,৪০২ জন,যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৬৯ শতাংশ।
অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৯,৯৫,৩৪৬ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৪,১৯২ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন ১৬,৪২,০২৭ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৩,৩৯,১২৭ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ১৯৯ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১,৮০৭ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
কবির আহমেদ/ইবিটাইমস/এম আর