নিজস্ব প্রতিবেদক: “কবিরা সমাজদেহের চক্ষু, বাগানের মুক্তপাখি, সত্যের দর্পণ” – এই প্রত্যয়ে বাংলাদেশের কবিদের জাতীয় প্লাটফর্ম ‘জাতীয় কবিতা পরিষদ’ এর ভোলা জেলা এডহক কমিটি গঠন করা হয়েছে ।
কবি শামসুর রাহমান, কবি সুফিয়া কামাল, কবি সৈয়দ শামসুল হক, কবি বেলাল চৌধুরী, কবি হাবীবুল্লাহ সিরাজী সহ সমকালীন বাংলা ভাষার কবিদের কালজয়ী স্মৃতিবিজড়িত মহৎ সংগঠন ‘জাতীয় কবিতা পরিষদ’র ভোলা জেলা শাখার এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন-
চরফ্যাসন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, চরফ্যাসন প্রেসক্লাবের সাবেক সভাপতি, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজ ও বেগম রহিমা ইসলাম কলেজের গভর্নিং বডির সভাপতি, মালঞ্চ নাট্যমের প্রতিষ্ঠাতা, ঐতিহ্যবাহী সাপ্তাহিক উপকূল সম্পাদক , ভোলা দক্ষিণ প্রেসক্লাব এর সিনিয়র উপদেষ্টা এবং নয়টি সাহিত্যসন্তানের জনক কবি কায়সার আহমেদ দুলাল।

এডহক কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন- বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসার এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, ভোলা দক্ষিণ প্রেসক্লাব এর সভাপতি, অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাব এর বাংলাদেশ কোঅর্ডিনেটর, ইউরো সমাচার এর বাংলাদেশ ব্যুরোচিফ, ইউরো বাংলা টাইমসের ম্যানেজিং এডিটর এবং চারটি সাহিত্যসন্তানের জনক কবি রিপন শান।সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন- উপকূল সাহিত্য সংসদের কর্ণধার, বিডিনিউজ টোয়েন্টিফোর ইউরোপ এর ভোলা ব্যুরোচিফ, ইউরো সমাচার এর ভোলা জেলা প্রতিনিধি কবি গাজী তাহের লিটন ।
এডহক কমিটির সম্মানীয় সদস্যগণ হচ্ছেন- কবি নাসির আহমেদ, কবি মিলি বসাক, কবি হাসান মাহমুদ, কবি শাহ মতিন টিপু, কবি হাওলাদার মাকসুদ, কবি ফয়সল নোই, কবি নেয়ামত উল্যাহ, কবি দিলরুবা জ্যাসমিন, কবি শহিদুল ইসলাম জামাল, কবি ইমরান মাঝি, কবি নীহার মোশারফ, কবি জুন্নু রাইন, কবি মামুন সারোয়ার, কবি কামাল হোসেন শাহীন, কবি মাহমুদা খানম মিলি, কবি আলামিন জমাদার প্রমুখ ।
খুব শীঘ্রই জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক কবি ডক্টর মুহাম্মদ সামাদ এবং জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত ও কেন্দ্রীয় সভাপতিমন্ডলীর সদস্যদের লিখিত অনুমোদন ও অংশগ্রহণ সাপেক্ষে একটি নদীমাতৃক কবিতা উৎসব আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে জাতীয় কবিতা পরিষদ- ভোলা জেলা কমিটি।
ভোলা/ইবিটাইমস