ঢাকা: করোনায় আক্রান্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভালো আছেন। তাঁর শরীরে করোনার কোনো উপসর্গও নেই।
শুক্রবার রাতে মির্জা ফখরুলকে দেখে এসব কথা জানান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডাক্তার রফিকুল ইসলাম, ডা. জাহিদুল কবির, ডা. তৌহিদুর রহমান আউয়াল, ডা. সাইফুল আলম বাদশা, ডা. সাখাওয়াত রাজিব ও ডা. মুনতাসীর হাসান উত্তরার বাসায় মির্জা ফখরুলকে দেখতে যান। এ সময় তাঁরা প্রায় এক ঘণ্টা মহাসচিবের পাশে ছিলেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন।
ডা. রফিকুল ইসলাম বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভালো আছেন। তাঁর শরীরে অন্য কোনো উপসর্গ দেখা দেয়নি। দুই-একদিনের মধ্যে চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষা করানো হবে।
এ সময় বিএনপি মহাসচিব চিকিৎসক প্রতিনিধিদলের কাছ থেকে দলের শীর্ষ নেতাদের খবর নেন এবং দেশবাসীর কাছে দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ সবার সুস্থতার জন্য দোয়া চান।
বিএনপি মহাসচিব ও তাঁর স্ত্রীর পাশাপাশি বাসার অন্য সদস্যরাও করোনায় আক্রান্ত হয়েছেন।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ