হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জর শায়েস্তাগঞ্জ পৌরসভার পুরানবাজারে রাতের বেলায় লুকিয়ে নিম্নমানের বালু ও সিমেন্ট দিয়ে পাবলিক টয়লেটের ছাদ ঢালাই দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১০ জানুয়ারী) রাতে সাংবাদিকদের কাছে এ অভিযোগ জানান শায়েস্তাগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র জালাল উদ্দিন মোহন, কাউন্সিলর আব্দুল গফুর, কাউন্সিলর আব্বাস উদ্দিন তালুকদারসহ অন্যান্য কাউন্সিলররা।
তারা বলেন, রবিবার (৯ জানুয়ারী) দিবাগত রাতে ঠিকাদারী প্রতিষ্ঠান পৌরসভাকে না জানিয়ে নিম্নমানের বালু ও সিমেন্ট দিয়ে ঢালাই করেছে। এলাকাবাসীর মাধ্যমে বিষয়টি জানার পর আমরা (কাউন্সিলররা) সরেজমিনে গিয়ে ঢালাই কাজে নিম্নমানের বালু ও সিমেন্ট ব্যবহারের সত্যতা পেয়েছি। ঠিকাদারি প্রতিষ্ঠানকে সঠিকভাবে কাজ করার দাবী জানালে তারা কাজ বন্ধ রাখেনি।রাতের বেলায় লুকিয়ে ঢালাই করেছে।
তারা আরো বলেন, এর আগে বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় নিম্নমানের উপকরণ ব্যবহার করায় এ কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল।বলা হয়ছিল, তারা যেন সঠিকভাবে কাজ করেন। কিন্তু সঠিকভাবে কাজ না করে লুকিয়ে নিম্ন মানের উপকরণ ব্যবহার করে ঢালাই করেছে।তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।
জানা যায়, শায়েস্তাগঞ্জ পৌরসভায় আইডিবি প্রকল্পের আওতায় ১০টি পাবলিক টয়লেট নির্মাণের কাজ পায় জামান ট্রেডার্স।যার প্রত্যেকটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ১২ লাখ টাকা। গত ৯ অক্টোবর কাজের উদ্বোধন করা হয়।
এ বিষয়ে নির্মাণকাজ দেখভালের দায়িত্বে থাকা জামান ট্রেডার্সের প্রতিনিধি বিজয় আহমেদ জানান, রাতের বেলায় কোন ঢালাই দেওয়া হয়নি।এটা মিথ্যা কথা।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম বলেন, ঢালাইয়ের ব্যাপারে আমি জানি না।এসব দেখার দায়িত্ব জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর হবিগঞ্জের।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নূরুল কবির ভূঞা মুঠোফোনে বলেন, রাতের ঢালাইয়ের ব্যাপারে আমার জানা নেই। আমি ঢাকায় আছি।আর এ কাজ দেখার জন্য সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন।তারপরও আমি ঢাকা থেকে এসে এ ব্যাপারে খবর নিব।
হবিগঞ্জ/ইবিটাইমস