শেখ ইমন,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতায় কল্লোল খন্দকার(৪০) নামের আরো এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনাটি শনিবার দুপুরে উপজেলার ১০নং বগুড়া ইউনিয়নের বগুড়া মাঠের পেঁয়াজ ক্ষেতে। নিহত কল্লোল বগুড়া পশ্চিমপাড়া গ্রামের আকবর খন্দকারের ছেলে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বগুড়া ইউনিয়নে বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত চেয়ারম্যান জেলা যুবলীগের যুগ্নআহবায়ক শফিকুল ইসলাম শিমুল ও বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলামের মধ্যে বিরোধ ও সংঘর্ষ চলে আসছিল। ৫ম ধাপের ইউপি নির্বাচনে নৌকা মার্কার মনোনীত চেয়ারম্যানপ্রার্থী শফিকুল ইসলাম বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন।
উভয় পক্ষের কর্মী সমর্থকদের দীর্ঘদিনের বিরোধের কারনে বগুড়া ইউনিয়নের মাঠে শিমুল সমর্থকরা নজরুল সমর্থক কল্লোলকে কুপিয়ে গুরুত্বর জখম করে। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহতের ভাই মিল্টন খন্দকার জানান, নব নির্বাচিত চেয়ারম্যান শিমুল সমর্থকরা তাকে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ করেন।
বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলামকে পাওয়া না গেলেও তার ছেলে উপজেলা স্বেচ্ছেসেবকলীগের সভাপতি রাজিব বাহাদুর বলেন নিহত কল্লোল নজরুল সমর্থক।
খুনের ঘটনায় নব নির্বাচিত চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম শিমুল বলেন,বগুড়া মাঠে যে ব্যক্তিরা কল্লোলকে খুন করেছে তারা বগুড়া ইউনিয়নের আওয়ামীলীগ নেতা মুকাব্বির হোসেন মুকার কর্মী। তবে মুকা তার স্থানীয় মাতব্বর বলে জানান শফিকুল ইসলাম শিমুল।খুন যেই করুক তাকে আইনের হাতে সোপর্দ করা হবে বলে তিনি আরো জানান।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রফিকুল ইসলাম বলেন,উপজেলার বগুড়া মাঠে পেঁয়াজ ক্ষেতে কল্লোল নামে একজনকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনাকরেন।