শরীফ আল-আমীন, তজুমদ্দিন (ভোলা): ভোলার তজুমদ্দিন উপজেলার খাসের হাট কবি নজরুল পাবলিক লাইব্রেরির বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন করা হয়েছে।
এসময় প্রধান অতিথির বক্তব্য ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, আজকের তরুন আগামী ভবিষ্যৎ। বঙ্গবন্ধুর কণ্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ জ্ঞান নির্ভর বাংলাদেশে পরিনত হবে।সেই বাংলাদেশের যারা নেতৃত্ব দিবে তাদেরকে অবশ্যই কবি নজরুল পাবলিক লাইব্রেরি পাঠ্যপস্তুকের পাশাপাশি সাধারণ জ্ঞানে নিজকে সমৃদ্ধ করতে সহায়ক ভূমিকা
পালন করবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গির, সাধারণ সম্পাদক ও কবি নজরুল পাবলিক লাইব্রেরির প্রধান উপদেষ্ঠা ফজলুল হক দেওয়ান, শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের অধ্যক্ষ মোঃ মুঈনুদ্দিন হাওলাদার, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল মিয়া, শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন, শম্ভুপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, যুবলীগের সভাপতি মোঃ জামাল উদ্দিন, কবি নজরুল পাবলিক লাইব্রেরির সিনিয়র সহ-সভাপতি শরীফ আল-আমীন, সহ-সভাপতি সুজন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ, যুগ্ন সাধারণ সম্পাদক নিউটন বিশ্বাস, রাহাদ হাওলাদার, কোষাধ্যক্ষ মোঃ
সবুজ, সদস্য আতিকুল ইসলাম শাকিল, করিম পন্ডিত প্রমুখ।
ভোলা /ইবিটাইমস