শেখ হাসিনার কল্যানে গ্রামের মানুষ, শহরের সেবা পাচ্ছে-এমপি শাওন

জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা  প্রতিটি গ্রামকে শহরে রুপান্তরের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।শহরের সকল সুযোগ সুবিধা যাতে গ্রাম ও প্রত্যন্ত চরাঞ্চলের মানুষজন পেতে পারে তার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। চরের মানুষ এখন বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে।পর্যায়ক্রমে সকল সেবা গ্রাম ও চরাঞ্চলে পৌঁছে দেয়া হবে।আওয়ামী লীগ সরকার দেশের ক্ষমতায় আসলে শুধু শহর নয় গ্রাম ও চরাঞ্চলের উন্নয়ন করা হয়।

সোমবার সকালে ভোলার লালমোহনের তেতুলিয়া নদীর বুকে জেগে উঠা চর ‘তেতুলিয়া শেখ রাসেল পর্যটন কেন্দ্র’ এর অবকাঠামোসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন কালে এসব কথা বলেন এমপি শাওন।

এরআগে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা কর্তৃক আয়োজিত বদরপুর ইউনিয়নের নাজিরপুর এলাকায় শীতার্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরন করেন এমপি শাওন।

এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, জনস্বাস্থ্য প্রকৌশল উপসহকারী  ফিরোজ আলম, বদরপুর দক্ষিণ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

ভোলা/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »