স্পোর্টস ডেস্ক: মাউন্ট মঙ্গানুই টেস্টে স্বপ্নের মতো দিন পার করছে বাংলাদেশ। তৃতীয় দিনেও নিজেদের ধারাবাহিকতা ধরে রেখেছে। দিনের শুরুতে উইকেট হারালেও সেই ধাক্কা সামলে বাংলাদেশকে দারুণভাবে এগিয়ে নেন মুমিনুল হক ও লিটন দাস।
টেস্টের তৃতীয় দিনে লিটন-মুমিনুল দুজনেই হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন। দুই তারকার ব্যাটে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস টপকে গেছে বাংলাদেশ। লিড নিয়ে বড় রানের আশা দেখছে সফরকারীরা। অবশ্য বাংলাদেশকে লিড এনে দিয়ে ৮৮ রানে ফিরেছেন মুমিনুল। এরপর সাজঘরে ফেরেন লিটন দাস।
তৃতীয় দিনের বড় চ্যালেঞ্জ ছিল প্রথম ঘণ্টা নিরাপদে পার করা। সে চ্যালেঞ্জে অবশ্য টিকে থাকতে পারেনি বাংলাদেশ। প্রথম সেশনেই আগের দিনে থিতু হয়ে থাকা মাহমুদুল হাসান জয়কে হারায় সফরকারীরা। এরপর হারায় মুশফিকুর রহিমকে।
জোড়া উইকেট হারিয়ে কিছুটা ধাক্কাই খায় বাংলাদেশ। তবে, মুমিনুল হকের সঙ্গে সে ধাক্কা সামলেছেন লিটন দাস। কিউইদের আঁটসাঁট বোলিংয়ে দুই সেশন মিলিয়ে রানের গতি খুব বেশি বাড়াতে পারেনি বাংলাদেশ।
আগের দিন ৭০ করা মাহমুদুল হাসান আজ থেমেছেন ৭৮ রান। এই ৭৮ রান করতেই তিনি খেলে ফেলেছেন ১২৮ বল। ৫৩ বলে ১২ রান করেন মুশফিক।
এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দুই উইকেটে ১৭৫ রানে দিন শেষ করেছে বাংলাদেশ। সোমবার ১৫৩ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করেছে সফরকারীরা।
বে ওভালে দিনের প্রথম সেশনে নিউজিল্যান্ডকে আজ ৩২৮ রানেই অলআউট করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ১২২ রান করেছেন ডেভন কনওয়ে। দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ রান করেছেন হেনরি নিকোলস।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ