ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে বিসিকের সৌজন্যে অনুষ্ঠিত বিসিক শিল্প উদ্যোক্তা মেলা সোমবার শেষ হয়েছে। অনানুষ্ঠানিকভাবে ঝালকাঠি বিসিক এর উপব্যবস্থাপক শফিউল করিম মেলার সমাপ্তি ঘোষণা করেছেন।
২০২১ সালে মার্চ মাসে বিসিক চত্বরে শিল্প উদ্যোক্তা মেলা শুরু হয়। জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এর আনুষ্ঠানিক উদ্বোধ করেছিলেন।৭দিন চলার পরে কোভিড-১৯ এর প্রকোপ বৃদ্ধির প্রেক্ষিতে মেলা বন্ধ রাখা হয়। পরিস্থিতির উন্নতি হওয়ায় জেলা প্রশাসক মোঃ জোহর আলী ২৫ নভেম্বর পুণ:রায় মেলার সূচনা করেন। বিসিক
উপ-ব্যবস্থাপক শফিউল করিম জানান, মেলা স্থানীয় পর্যায় ক্ষুদ্র ও মাজারী শ্রেণির শিল্প উদ্যোক্তাদের মধ্যে শিল্প প্রতিষ্ঠায় আগ্রহ শৃষ্টিতে এই মেলা ভূমিকা রাখবে। ক্ষুদ্র ও কুটির শিল্পের উৎপাদিত পণ্য প্রচার, প্রসার ও বাজারজাতের লক্ষ্য নিয়ে এই মেলার আয়োজন করা হয়েছিল।
বাধন রায়/ইবিটাইমস