ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলায় স্বাস্থ্য বিভাগের কোভিড-১৯ সুরক্ষা ভ্যাকসিন প্রদানের বিশাল কর্মযজ্ঞ চলছে।
ঝালকাঠি জেলায় ৭লক্ষাধিক মানুষর মধ্যে রবিবার পযন্ত ৩লক্ষ ৯৫ হাজার ৭৬৩জনক কোভিড-১৯ সুরক্ষা ভ্যাকসিন দেয়া হয়েছে । এর মধ্যে ৩লক্ষ ৭৫ হাজার ৬৮৫ জনকে সিনাফার্মা ও ২০ হাজার ৭৮জনক ফাইজাররে সুরক্ষা ভ্যাকসিন দেয়া হয়েছ।
ঝালকাঠি জেলায় স্বাস্থ্য বিভাগের কাছে ১ লক্ষ ৯৬ হাজার ৮০৩টি ভ্যাকসিন মজুদ রয়েছে।এর মধ্য সিনাফার্মা ৮৭ হাজার ৪৩২ ও ফাইজার ২০ হাজার ৬৮০এবং সিনাভ্যাক ৮৮ হাজার ৬৯১টি ভ্যাকসিন রয়েছ।
ঝালকাঠি সদর হাসপাতাল রুটিন অনুযায়ী ভ্যাকসিন, শিল্পকলা একাডমীতে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদর টিকা প্রদান চলছে।সোমবার থেকে ঝালকাঠি সদর হাসপাতালে ৩য় বা বুস্টার ডোজের ভ্যাকসিন দেয়া শুরু হবে।ঝালকাঠি পৌরসভার ৯টি ওয়ার্ড কেন্দ্রে সুরক্ষা ভ্যাকসিন নতুন করে শুরু হয়েছে।
শিল্পকলা একাডেমীতে ২২ ডিসেম্বর থেকে মাধ্যমিক স্তরে ভ্যাকসিন দেয়া চলছে এবং আগামী ৬ তারিখ পর্যন্ত ভ্যাকসিন প্রদান চলবে। ৭ জানুয়ারী থেকে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ২য় ডোজ ভ্যাকসিন দেয়া শুরু হব। জেলায় পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে।
বাধন রায়/ইবিটাইমস