ফলোআপ: লঞ্চ দুর্ঘটনা
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির সুগন্ধা বিষখালি নদীতে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড নবম দিনের মতো নিখোজদের সন্ধানে নদীতে অভিযান অব্যাহত রেখেছে।
এদিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে -বরগুনাগামী লঞ্চ অভিযানে অগ্নিকান্ডে নিহতদের স্মরণ সভা ও আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় পৌর মিনি পার্কে দোয়া মোনাজাতে (ভাচুর্য়ালি) প্রধান অতিথি হিসেবে অংশ নেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, আমির হোসেন আমু এমপি।
এলাকাবাসীর আয়োজনে দোয়া মোনাজাত ও আলোচনা সভায় যুবলীগ নেতা মোঃ ছবির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী,পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল,হাফিজ আল মাহমুদ। পরে নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ঈদগাঁহ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ গাজী শহীদুল ইসলাম।
দোয়া মোনাজাতে নিহতদের স্বজনরাসহ শত শত মানুষ অংশগ্রহন করে। এলাকাবাসী লঞ্চে অগ্নিকান্ডে মৃত্যু ও আহতদের জন্য সংগ্রহিত অর্থ সহায়তা করে জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন।
উল্লেখ্য গত বৃহস্পতিবার মধ্যরাতে ঝালকাঠির সুগন্ধা নদী অতিক্রমকালে ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চটিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৪৬জনের প্রাণহানী ঘটেছে। প্রাণ বাঁচাতে নদীতে লাফিয়ে পড়ে নিখোঁজ রয়েছেন অনেকে।
বাধন রায়/ইবিটাইমস