ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চত্তরে দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে টিন, বকনা বাছুর, কম্বল সমাজসেবা অধিদপ্তরের আওতায় উপকার ভোগিদের মধ্যে সুদমুক্ত ক্ষুদ্রঋণের চেক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক বিতরন করা হয়েছে।
বিতরন অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলির সদস্য ও ১৪ দলের সমন্বয়ক এবং মূখপাত্র জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক মোঃ জোহর আলী সভাপতিত্বে সভায় জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার বিশেষ আতিথি ছিলেন। সভায় জেলা প্রশাসক মোঃ জোহর আলী, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের আওতায় পল্লী সমাজসেবা কার্যক্রমের অধিন ৭৮ জনকে ২০ লক্ষ ৫০ হাজার টাকা সুদমুক্ত ঋন বিতরন করা হয়েছে, একই অনুষ্ঠানে মৎস্য বিভাগের আওতাধিন উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ জন জেলে পরিবারকে ২ লক্ষ ৫০ হাজার টাকা ব্যায়ে বকনা বাছুর, ত্রান ও পুনর্বাসন মন্ত্রনালয়ের আওতায় নদী ভাঙ্গুনী পরিবারের মধ্যে সহায়তা হিসেবে টিন এবং শীতার্থ পরিবারের মধ্যে কম্বল বিতরন ও উপজেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৪০ হাজার মাস্ক বিতরন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আমির হোসেন আমু এমপি বলেন, সরকার সমাজের অসচ্ছল ও অসহায় পরিবারকে নিরবিচ্ছিন্ন ভাবে বিভিন্নমুখি সহায়তা প্রদান করে যাচ্ছেন। সরকারের প্রধান উদ্দেশ্য হচ্ছে এই শ্রেনির পরিবাররে সচ্ছলত বৃদ্ধি করে আর্থিকভাবে সচল করে তোলা । বর্তমান সরকার এনিয়ে কাজ করে যাচ্ছে।
বাধন রায়/ইবিটাইমস