স্পোর্টস ডেস্ক: সম্প্রতি বিশ্বকাপের বাছাইপর্ব শেষে দেশে ফিরে দুই নারী ক্রিকেটারের করোনায় আক্রান্ত হন। পরে তাদের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। অবশেষে আশার খবর, তাঁদের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
বিসিবির মেডিকেল বিভাগ সূত্রে জানা গেছে, ওমিক্রন শনাক্ত হওয়ার পর থেকেই লম্বা সময় কোয়ারেন্টিনে থাকতে হয়েছে দুই নারী ক্রিকেটারকে। ১৪ দিন পর পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
এই দুই নারী ক্রিকেটারই বাংলাদেশে প্রথম ওমিক্রন ধরনে আক্রান্ত হন। দুজনেরই উপসর্গ ছিল মৃদু। শারীরে কোনো সমস্যা ছিল না তাদের।
এদিকে, করোনা নেগেটিভ হয়েছেন নারী দলের একজন কোচিং স্টাফও। তবে তিনি ওমিক্রনে আক্রান্ত ছিলেন না।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ