প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে আজ এই অনুমোদন দেওয়া হয়
বাংলাদেশ ডেস্কঃ বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যম জানিয়েছেন আজ মন্ত্রী পরিষদের এক বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই তথ্য জানান। তিনি বলেন,খসড়া আইনে একটি কাউন্সিল রাখারও বিধান রাখা হয়েছে, যেখানে ২০ জন সদস্য থাকবেন।
তিনি সংবাদ মাধ্যমকে আরও জানান, ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা সেবা দিলে ৩ লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড দেওয়ার বিধান রেখে ‘বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইন-২০২১’ এর খসড়া আইনের নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
আজ রোববার (১৯ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তার বাসভবন গণভবন থেকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রীদের এই বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।
বাংলাদেশের বাহিরে মেডিকেলে পড়তে গেলে কিংবা চিকিৎসা সেবা দিতে গেলে অ্যাক্রেডিটেশন কাউন্সিলের অনুমোদন নিতে হবে। এ বিধান যুক্ত করে ‘বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রডিটেশন আইন-২০২১’ খসড়ারও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
কবির আহমেদ/ইবিটাইমস