সাকিব হাসানঃ অনলাইন সাংবাদিকদের জাতীয় সংগঠন অনলাইন প্রেস ইউনিটি, কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল ১০ টায় শহরের চিলিস ফুড পার্কে মুক্তিযোদ্ধা সম্মাননা, নবনির্বাচিত কমিটির অভিষেক ও অনলাইন সাংবাদিকদের কর্মশালা অনুষ্ঠিত হয়৷
অনলাইন প্রেস ইউনিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও কুষ্টিয়া জেলা সভাপতি শৈবাল আদিত্যর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী রবিউল ইসলাম৷মূখ্য আলোচক ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কলামিষ্ট মোমিন মেহেদী৷ বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, বীর মুক্তিযোদ্ধা ফকির নহির শাহ, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল হক জীবন, জেলা কমিটির উপদেষ্টা ও কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুকুল খসরু৷
প্রধান অতিথির বক্তব্যে হাজী রবিউল ইসলাম বলেন, আমরা মুক্তিযুদ্ধ করেছি৷যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি৷ কিন্তু সুখী সমৃদ্ধ অসাম্প্রদায়িক দেশ গড়ার যুদ্ধ এখনো শেষ হয়নি৷ সেই যুদ্ধে বিজয় লাভের জন্য নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে৷
তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সচেষ্ট থাকার জন্য অনলাইন সাংবাদযোদ্ধাদের প্রতি আহ্বান জানান৷
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে জীবন বাজী রেখে সাহসী ভূমিকা রাখার জন্য তিন বীর মুক্তিযোদ্ধা হাজী রবিউল ইসলাম, ফকির নহির শাহ ও ওবায়দুল হক জীবনকে সংগঠনের পক্ষ থেকে ফুল, ক্রেষ্ট প্রদান এবং উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়৷
এরপর অনলাইন প্রেস ইউনিটি, কুষ্টিয়া জেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়৷প্রধান অতিথি সকল সংবাদযোদ্ধাদের ফুল দিয়ে ও উত্তরীয় পরিয়ে দেন৷
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফ্রান্সের নাগরিক লালন ভক্ত দেবোরাহ জান্নাত, অনলাইন প্রেস ইউনিটির জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মিলন মাযহার, সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদ ইউসুফ খান লিটন, সহ-সভাপতি অর্পন মাহমুদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাকিব হাসান, কেন্দ্রীয় প্রচার উপ-কমিটির সহ-সম্পাদক ও জেলার সহ-সভাপতি পাভেল ইমতিয়াজ, জেলা সহ-সভাপতি নুর মোহাম্মদ রবিউল, সাধারণ সম্পাদক নাব্বির আল নাফিজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমেদ তাক্কু, যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুল হক মোমিন, অর্থ সম্পাদক ওয়াহিদুজ্জামান অর্ক, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রিতম মজুমদার, মাহফুজুর রহমান জিন্নাহ, বাদশা আলমগীর, বাপ্পী হোসেন প্রমুখ৷
কুষ্টিয়া/ইবিটাইমস/এম আর