শেখ ইমন,ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে যাত্রীবাহি বাসের চাপায় রহিমা খাতুন (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের ঝিনাইদহ সদর উপজেলার ছালাভরা নারিশ ফিড কারখানার সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু সদর উপজেলার চেউনিয়া গ্রামের ইকবাল হোসেনের মেয়ে ও গড়িয়ালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
ঘটনাস্থলে উপস্থিত থাকা কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মামুনুর রশিদ জানান, নিহত রহিমা তার মায়ের সাথে কালীগঞ্জ শহর থেকে বাড়ি ফিরছিল। বাড়ির কাছে সড়কে গাড়ি থেকে নেমে টাকা দেওয়ার সময় শিশু রহিমা মায়ের অগোচরে রাস্তা পার হতে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলে মারা যায়।
ঝিনাইদহ/ইবিটাইমস