ফলো-অনের শঙ্কায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানী অফ-স্পিনার সাজিদ খানের ঘুর্ণিতে ঢাকা টেস্টের চতুর্থ দিন শেষেই ফলো-অনের শঙ্কায় পড়ে গেছে স্বাগতিক বাংলাদেশ। ফলো-অন এড়াতে আরও ২৫ রান করতে হবে টাইগারদের। হাতে আছে ৩ উইকেট।

এর আগে ৪ উইকেটে ৩০০ রান তুলে বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংস ঘোষনা করে পাকিস্তান। এরপর ব্যাট হাতে নেমে নিজেদের প্রথম ইনিংসে মহাবিপদে পড়ে বাংলাদেশ। ২৬ ওভারে ৭ উইকেটে ৭৬ রান তুলেছে টাইগাররা। ৩ উইকেট হাতে নিয়ে এখনও ২২৪ রানে পিছিয়ে বাংলাদেশ।

বৃষ্টি না থাকায় চতুর্থ দিনের খেলা সকাল ১০টা ৫০ মিনিটে শুরু হয়। ২ উইকেটে ১৮৮ রান নিয়ে ম্যাচের চতুর্থ দিন খেলতে নামে পাকিস্তান। আজহার আলি ৫২ ও অধিনায়ক বাবর আজম ৭১ রানে দিন শুরু করেন। দিনের দশম বলে আজহারকে শিকার করেন বাংলাদেশের পেসার এবাদত হোসেন। ১৪৪ বল খেলে ৮টি চারে ৫৬ রান করেন আজহার। প্রথম দিন দলীয় ৭০ রানে দ্বিতীয় উইকেট পতনের পর জুটি বেঁধেছিলেন আজহার ও বাবর। তৃতীয় উইকেটে ১২৩ রান যোগ করেন তারা। বাবরকে ব্যক্তিগত ৭৬ রানে লেগ বিফোরের ফাঁদে ফেলেন খালেদ। দলীয় ১৯৭ রানে বাবরের বিদায়ের পর দলের হাল ধরেন ফাওয়াদ আলম ও উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান।

দ্বিতীয় সেশনে হাফ-সেঞ্চুরির দেখা পান  ফাওয়াদ ও রিজওয়ান। টেস্ট ক্যারিয়ারে ফাওয়াদ দ্বিতীয় ও রিজওয়ান ষষ্ঠ হাফ-সেঞ্চুরির দেখা পান। ৯৯তম ওভারে দলের স্কোর ৩শ হবার পরই ইনিংস ঘোষনা করে পাকিস্তান। ৯৮ দশমিক ৩ ওভারে ৪ উইকেটে ৩০০ রানে ইনিংস ঘোষনা করে পাকিস্তান।

বাংলাদেশের স্পিনার তাইজুল ৭৩ রানে ২টি, এবাদত-খালেদ ১টি করে উইকেট নেন। ১৯ ওভার বল করে ৫২ রানে উইকেট শুন্য ছিলেন সাকিব।

পাকিস্তানের ইনিংস ঘোষনার পর ব্যাটিং শুরু করেই  বিপদে পড়ে বাংলাদেশ। ২২ রানের মধ্যে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। দুই ওপেনার সাদমান ইসলাম ৩ ও অভিষেক ম্যাচ খেলতে নামা মাহমুদুল হাসান জয় শুন্য রানে ফিরেন। চার নম্বরে নেমে আবারও ব্যর্থ হয়েছেন অধিনায়ক মমিনুল হক। ১ রান করে রান আউট হন তিনি।

টপ-অর্ডারের ব্যর্থতার পথে হেঁটেছেন দুই মিডল-অর্ডার ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাস। সাজিদের ঘুর্ণিতে হার মেনে মুশফিক ৫ ও লিটন ৬ রান করে ফিরেন। ফলে ৪৬ রানে পাঁচ উইকেট হারায় বাংলাদেশ। সতীর্থদের যাওয়ার আসার মাঝে এক প্রান্ত আগলে রেখেছিলেন তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত। ৫০ বলে তিন বাউন্ডারিতে ৩০ রান করে সাজিদের পঞ্চম শিকার হন শান্ত। এরপর রানের খাতা খোলার আগেই সাজিদের বলে বোল্ড আউট হন মেহেদি হাসান মিরাজ।

ব্যাটারদের এমন ব্যর্থতায় ফলো-অনে আজই পড়ার উপক্রম হয় বাংলাদেশের। তবে সেটি হতে দেননি সাকিব আল হাসান। বল হাতে ব্যর্থ সাকিব সাত নম্বরে নেমে প্রতিরোধ গড়েছেন। ৩টি চারে ৩২ বলে ২৩ রান তুলে দিন শেষে অপরাজিত থাকেন সাকিব। ১০ বল খেলে খালি হাতে অপরাজিত তাইজুল ইসলাম।

পাকিস্তানের সাজিদ ১২ ওভারে ৩৫ রানে ৬ উইকেট।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »