আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে সফরে গেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। জেদ্দায় গতকাল শনিবার ম্যাক্রোঁকে আল-সালাম প্রাসাদে স্বাগত জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
এমানুয়েল ম্যাক্রোঁ’র সৌদি সফরকালে উভয় দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ২৭টি সমঝোতা সই হওয়ার কথা।
ফরাসি প্রেসিডেন্ট এবং সৌদি যুবরাজের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে মধ্যপ্রাচ্য এবং উভয় দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়। মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠককালে ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সে বিষয়ে শক্ত ভূমিকা নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ফরাসি প্রেসিডেন্ট।
এর আগে কাতার সফর করেন এমানুয়েল ম্যাক্রোঁ। দুদিনের জন্য আরব উপসাগরীয় অঞ্চল সফরে গেছেন তিনি।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ