
অস্ট্রিয়ার দক্ষিণের রাজ্য Kärnten এ ভারী তুষারপাতের ফলে জনজীবন বিপর্যস্ত
রাস্তাঘাট বন্ধ, রেল সহ অন্যান্য গণপরিবহনে বিলম্ব এবং হাজারের উপরে বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার আবহাওয়া অফিসের উদ্ধৃতি দিয়ে জাতীয় সংবাদ মাধ্যম জানিয়েছেন, ভারী তুষারপাতের ফলে অস্ট্রিয়ার সমগ্র দক্ষিণাঞ্চলে জনজীবন স্থবির হয়ে পড়েছে।অস্ট্রিয়ার জনপ্রিয় দৈনিক পত্রিকা Kronen Zeitung জানিয়েছে অস্ট্রিয়ার দক্ষিণের রাজ্য Kärnten এ ভারী তুষারপাতের ফলে রাজ্যের বিভিন্ন স্থানের রাস্তায় গাড়ি পিছলিয়ে…