ঢাকাঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানো না গেলে তাকে বাঁচানো যাবে না। সরকার তাকে তিলে তিলে হত্যার চেষ্টা করছে। সরকার দেশের অর্থনীতির ভীত নড়বড়ে করে দিয়েছে বলেও মনে করেন বিএনপি মহাসচিব।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসায় বিদেশে পাঠানোর দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে জাতীয়তাবাদী কৃষক দল।
এতে বক্তরা উন্নত চিকিৎসার জন্য আবিলম্বে তাকে বিদেশে পাঠানোর দাবি জানান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ আজ বড় দু:সময় পার করছে। মিথ্যা মামলায় সাজা দিয়ে বেগম খালেদা জিয়াকে তিলে তিলে হত্যার চেষ্টা করছে সরকার।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাতের ভোটে ক্ষমতায় গিয়ে সরকার দেশের অর্থনীতিকে নড়বড়ে করে দিয়েছে।
জনগনের দাবি মেনে অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে সরকার শুভ বুদ্ধির পরিচয় দেবে বলে আশাবাদ জানান মির্জা ফখরুল।
ঢাকা/ইবিটাইমস /এমএইচ
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]