অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর আলেকজান্ডার শ্যালেনবার্গের পদত্যাগ

স্বরাষ্ট্রমন্ত্রী কার্ল নেহামার(ÖVP) অস্ট্রিয়ার নতুন সরকার প্রধান (চ্যান্সেলর)

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ মাধ্যম জানিয়েছেন মাত্র ৮ সপ্তাহ ক্ষমতায় থাকার পর অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর আলেকজান্ডার শ্যালেনবার্গ পদত্যাগ করলেন। তিনি তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন যখন গতকাল অস্ট্রিয়ান পিপলস পার্টির(ÖVP) প্রধান ও সাবেক চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ রাজধানী ভিয়েনায় এক সংবাদ সম্মেলনে নিজেকে দলের প্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণা এবং তার রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি ঘোষণা করেন।

আলেকজান্ডার শ্যালেনবার্গের সাথে সাথে গতকাল অস্ট্রিয়ার অর্থমন্ত্রী গেরনট ব্লুমেল (ÖVP) ও শিক্ষামন্ত্রী হাইঞ্জ ফাসম্যানও (ÖVP) তাদের পদত্যাগের ঘোষণা দেন। তবে সরকার প্রধানের পদ থেকে পদত্যাগ করলেও আলেকজান্ডার শ্যালেনবার্গ মন্ত্রী পরিষদে থাকছেন।তিনি তার সাবেক দায়িত্বে অর্থাৎ অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রী পদে ফিরে যাচ্ছেন। বর্তমানে পররাষ্ট্র মন্ত্রী মিখাইল লিনহার্টও তার পূর্বের পদে অর্থাৎ ফ্রান্সে
অস্ট্রিয়ার রাষ্ট্রদূত হিসাবে ফিরে যাচ্ছেন।

অস্ট্রিয়ার রাস্ট্রায়ত্ব টেলিভিশন নেটওয়ার্ক ORF জানিয়েছে, নতুন চ্যান্সেলর কার্ল নেহামারের মন্ত্রী সভায় স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পেয়েছেন NÖ রাজ্যের ÖVP দলের রাজনীতিবিদ গেরহার্ড কারনার এবং অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বর্তমান স্টেট সেক্রেটারি মাগনুস ব্রুনার।

অস্ট্রিয়ার নতুন শিক্ষামন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন মার্টিন পোলাসেক।অস্ট্রিয়ার Oberösterreich(OÖ) রাজ্যের জুনিয়র ÖVP দলের প্রধান ২৬ বছর বয়স্কা ক্লাউডিয়া প্লাকোল্মকে সরকার প্রধানের কার্যালয়ে স্টেট সেক্রেটারি হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।

এদিকে অস্ট্রিয়ার কোয়ালিশন সরকারের শরিকদল অস্ট্রিয়ান গ্রিন পার্টির প্রধান ও সরকারের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি উপ প্রধান ভার্নার কোগলার(Greens) জানিয়েছেন যে, সরকারে তাদের বড় শরিকদলে ÖVP ব্যাপক রদবদল করলেও গ্রিন পার্টি তাদের মন্ত্রী পরিষদে কোন রদবদল করছে না।

এদিকে অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ফান ডার বেলেনের কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,দেশের বর্তমান সরকারের অস্থিরতা সম্পর্কে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে এক ভিডিও বার্তা দিবেন ফেডারেল প্রেসিডেন্ট আলেকজান্ডার ফান ডার বেলেন।

কবির আহমেদ /ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »