হবিগঞ্জ প্রতিনিধি, মোতাব্বির হোসেন কাজল: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শায়েস্তগঞ্জ নতুনব্রিজ অঞ্চলের অন্যতম গ্রাম্য সালিশ বিচারক উপজেলা যুবলীগের সহ সভাপতি ও উবাহাটা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার মো: চান্দ আলী আর নেই। সকলকে রেখে তিনি চলে গেছেন না ফেরার দেশে।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি আলসার লিভার সিরোছিচ -হেপাটাইটিস -বি ভাইরাসে আক্রান্ত ছিলেন।
বৃহস্পতিবার রাতেই তার মরদেহ উবাহাটা বাড়িতে পৌঁছে । তাকে এক নজর দেখতে হাজারো জনতা ভির জমায়। শুক্রবার ( ৩ ডিসেম্বর) বাদ আছর উবাহাটা শাহ জালাল ঈদগা মাঠে জানাজা নামাজ শেষে উবাহাটা পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মো: চাঁন্দ আলী শায়েস্তাগঞ্জ আঞ্চলিক যুবলীগের সাধারণ সম্পাদক ও উবাহাটা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানে দায়িত্ব পালন করে আসছিলেন । তার মৃত্যুতে গভীর শোক এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক কেএম আনোয়ার হোসেন, উবাহাটা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রজব আলী, শায়েস্তাগঞ্জ আঞ্চলিক যুবলীগের সভাপতি মো: আব্দুল মান্নান, চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: কামরুল ইসলাম, বর্তমান সভাপতি মো: জামাল হোসেন লিটন।
হবিগঞ্জ/ইবিটাইমস