আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট ‘ওমিক্রন’ প্রতিরোধে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোকে কোভিড টিকা বাধ্যতামূলক করার বিষয়টি বিবেচনার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেয়েন।
ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে উরসুলা ভন ডার লেয়েন বলেন, ‘ইইউ’র মধ্যে টিকা বাধ্যতামূলক করা নিয়ে ঠিক কীভাবে আলোচনা করা যায়, সে বিষয়ে পদক্ষেপ জরুরি। এ ক্ষেত্রে অবশ্যই যৌথ উদ্যোগ।’
ইউরোপীয় কমিশনের প্রধান বলেন, “‘ব্যাপক মাত্রায় সংক্রমণে সক্ষম’ ভ্যারিয়্যান্টের বিরুদ্ধে লড়াইয়ে টিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ