ঢাকা: আফ্রিকার কোনও দেশ থেকে প্রবাসীদের দেশে ফিরতে নিরুৎসাহিত করছে সরকার। তবে প্রয়োজনে যারা আসবেন তাদের অবশ্যই বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। মঙ্গলবার সচিবালয় এক বৈঠক শেষে একথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাতিষ্ঠানিক এই কোয়ারেন্টিন দিয়াবাড়িতে হতে পারে। এছাড়া একশ’টির মতো হোটেলে এই ব্যবস্থা থাকবে, আর হোটেলের বেশিরভাগ খরচ সংশ্লিষ্ট ব্যক্তিকে দিতে হবে। একেবারে কেউ না দিতে পারলে, সেটা পরে বিবেচনা করা হবে। কোয়ারেন্টিন ব্যবস্থাপনা সেনাবাহিনীকে দেওয়ার কথা চিন্তা করা হচ্ছে বলেও জানান তিনি।
বৈঠকে জানানো হয়, গত এক মাসে ২৪০ জন আফ্রিকা থেকে দেশে এসেছেন। তাদের কেউ কেউ সরাসরি বাড়িতে চলে গেছেন। মন্ত্রী বলেন, যারা এসেছেন তাদেরকে অ্যাড্রেস করা যাচ্ছে না। তারা মোবাইল ফোন বন্ধ করে রেখেছে, ভুল ঠিকানা দিয়েছে। এ কারনে ওইসব দেশ থেকে আসা লোকজনের ব্যাপারে বেশি কড়াকড়ি করবো।
সভায় স্বাস্থ্যমন্ত্রী জেলা পর্যায় থেকে সর্বত্র সব ধরনের সামাজিক, ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সব কার্যক্রম পালনে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশনা প্রদান করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা নেয়ার আগ্রহ কমেছে। সে কারণে “নো ভ্যাকসিন, নো সার্ভিস” পথে হাটতে চায় সরকার। একইসঙ্গে ষাট বছরের উর্ধ্বে যারা রয়েছেন, তাদেরকে বুস্টার ডোজ দেয়ার বিষয়টি ভাবা হচ্ছে।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ