আন্তর্জাতিক ডেস্ক: বিভিন্ন দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্তের পর লকডাউনে না গিয়ে টিকা ও মাস্ক পড়ার ওপরে গুরত্ব দিতে চায় যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এটি উদ্বেগের কারণ কিন্তু আতঙ্কের কারণ নয়।
সোমবার হোয়াইট হাউস থেকে দেওয়া বক্তব্যে জো বাইডেন এ কথা বলেন।
বাইডেন বলেন, ‘মানুষ যদি টিকা নিয়ে থাকে এবং মাস্ক পরে তাহলে এখন লকডাউনের কোনো প্রয়োজন দেখছি না।’ হোয়াইট হাউসে বাইডেন বলেছেন, এটি ‘প্রায় অনিবার্য’ যে ওমিক্রন অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রেও পাওয়া যাবে।
কানাডায় করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্তের পর মার্কিন যুক্তরাষ্ট্র আটটি দক্ষিণ আফ্রিকান দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রথম দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন শনাক্ত হয়।
উল্লেখ, বিশ্বে এ পর্যন্ত ১৫০ জনের দেহে করোনার এই নতুন ধরন শনাক্ত হয়েছে। দক্ষিণ আফ্রিকা ও এর আশপাশের দেশগুলোর ওপর বিশ্বের কমপক্ষে ৭০টি দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ