টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদউল্লাহ রিয়াদ

স্পোর্টস ডেস্ক: গত জুলাইতে মাহমুদউল্লাহর টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা জানান। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে তখন কিছুই নিশ্চিত করেননি এই অভিজ্ঞ ক্রিকেটার। জল্পনার অবসান ঘটিয়ে বুধবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, টেস্ট ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ।

এক বিবৃতিতে মাহমুদউল্লাহ বলেন, ‘অনেক দিন ধরে খেলে আসা ফরম্যাটকে বিদায় বলা সহজ নয়। আমি সব সময় উন্নতি করার চেষ্টা করেছি, বিশ্বাস করি টেস্টকে বিদায় জানানোর জন্য এটাই সঠিক সময়। টেস্ট দলে ফিরতে সমর্থন দেওয়ার জন্য বিসিবি সভাপতিকে ধন্যবাদ জানাই। আমার সামর্থ্যের ওপর বিশ্বার রাখার জন্য সতীর্থদের ধন্যবাদ জানাই। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলতে পারাটা দারুণ সম্মান ও সৌভাগ্যের।’

অবশ্য সীমিত ওভারের ক্রিকেট খেলে যাবেন বলে জানিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

গত জুলাইতে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টেস্ট ম্যাচ খেলেন মাহমুদউল্লাহ। সে ম্যাচে অপরাজিত ১৫০ রানের ইনিংস খেলেন তিনি। ক্যারিয়ারে ৫০টি টেস্ট খেলেছেন তিনি।

২০০৯ সালে কিংসটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মাহমুদউল্লাহর। এরপর এক যুগে তিনি খেলেছেন ৫০ টেস্ট। তাতে ৩৩.৪৯ গড়ে করেছেন ২ হাজার ৯১৪ রান। আছে ৫ সেঞ্চুরি আর ১৬ ফিফটি।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »