যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিল বাংলাদেশ নারী ক্রিকেট দল, শারমিনের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক: প্রথমে ব্যাট করে বিশাল সংগ্রহ গড়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শারমিন আক্তার সুপ্তার ইতিহাস গড়া সেঞ্চুরিতে দুর্বল যুক্তরাষ্ট্রের সামনে ৩২৩ রানের বড় লক্ষ্য দেয় লাল-সবুজের দল। এই লক্ষ্য তাড়ায় একরকম বিধ্বস্ত হয়েছে মার্কিন মেয়েরা। মাত্র ৫২ রানে ইনিংস গুটিয়ে নিলে ২৭০ রানের বিশাল জয় পায় বাংলাদেশ।

এই ম্যাচে ইতিহাস গড়েছেন শারমিন আক্তার সুপ্তা। মেয়েদের ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করলেন তিনি।

মঙ্গলবার জিম্বাবুয়েতে অনুষ্ঠিত বিশ্বকাপের বাছাই পর্বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ১৩০ রানের একটি অপরাজিত ইনিংস খেলেন। ১৪১ বল খরচ করেছেন, যাতে ১১টি চারের মার রয়েছে।

বাংলাদেশের হয়ে এর আগে সর্বোচ্চ দুটি ইনিংস ছিল সালমা খাতুন ও রুমানা আহমেদের। দুজনেই ৭৫ রান করে করেছিলেন। শারমিন এর আগে সর্বোচ্চ ৭৪ রান করেছিলেন।

আসরে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। এর আগে প্রথম ম্যাচে পাকিস্তানকে হারায় লাল-সবুজের দল।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »