খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা জার্মানি নিতে বলেছেন চিকিৎসকরা: ফখরুল

ঢাকা: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থা এখনও সংকটাপন্ন। তাঁকে দ্রুত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা জার্মানি নিয়ে উন্নত চিকিৎসা দেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় এই কথা বলেন। তিনি রাজনৈতিক বিষয় প্রাধান্য না দিয়ে চিকিৎসার জন্য অবিলম্বে খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে সরকারের কাছে দাবি জানান।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, কোনো ইমপ্রুভ নেই। গতকাল যা ছিল, আজও তা-ই আছে। তবে খালেদা জিয়ার মনোবল শক্ত আছে। ডাক্তাররা আশাবাদী। তারা খালেদা জিয়াকে সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছেন।

ফখরুল জানান, ডাক্তাররা জোর দিয়ে বলেছেন, এখানে খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব নয়। তাঁকে অ্যাডভান্স কোনো সেন্টারে পাঠানো জরুরি। সে ক্ষেত্রে তারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা জার্মানিকে অগ্রাধিকার দিয়েছেন।

বিএনপি মহাসচিব বলেন, আমরা আবারও বলছি, কালবিলম্ব না করে এখনই খালেদা জিয়াকে অ্যাডভান্স চিকিৎসার জন্য বিদেশে পাঠানো দরকার। দেশের উন্নয়ন, স্বাধীনতা, গণতন্ত্রের জন্য উনাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো জরুরি।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধি দলের সরকারের সর্বোচ্চ পর্যায়ে যাওয়া হয়নি। আমরা আনুষ্ঠানিকভাবে, রাজনৈতিকভাবে বিভিন্ন প্রোগ্রামে সরকারকে বলছি, খালেদা জিয়াকে বিদেশে নিতে হবে। তবে আমরা এখনও প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির কাছে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার কোনো সিদ্ধান্ত হয়নি।

কর্মসূচির বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, পারিপার্শ্বিক অবস্থার কথা বিবেচনা করে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেয়।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »