ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ে রাজনৈতিক নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ নভেম্বর) উপজেলার শহীদ মাখন লাল দাস মিলনায়তনে বে-সরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এ সভার আয়োজন করেন।
উপজেলা নারী ফোরামের সহ-সভাপতি ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেযারম্যান রমা রানী মুজুমদার এর সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা আ‘লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, জাপা (এরশাদ) সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টুকু, জাসদ সভাপতি রনজিৎ কুমার হাওলাদার, জেলা ওযার্কার্স পার্টির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার হালদার খোকন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেযারম্যান মাকসুদা আক্তার বেবী, রূপান্তর প্রকল্প পরিচালক প্রশান্ত ত্রিপুরা, অপরাজিতা প্রকল্প সমন্বয়কারি রাবেয়া বশরী, রূপান্তর জেলা সমন্বয়কারি উজ্জল কুমার পাইক, ট্রেনিং কর্মকর্তা ঝুমু কর্মকার, মঠবাড়িয়া কর্মকর্তা কোহিনুর বেগম, অপরাজিত নেত্রী ফাহমিদা মুন্নি, শামীমা সুলতানা রোজি প্রমূখ।
বক্তারা রাজনীতিসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নারীদের এগিয়ে আসার আহ্বান জানানোর পাশাপাশি রাজনৈতিক নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, রজনীতিতে অংশ গ্রহনের ক্ষেত্রে সুযোগ দেয়ার জোর দাবী জনান।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস