ঢাকা: বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে স্বারাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেছেন বিএনপি নেতৃত্বাধীন শরীক কয়েকটি দলের নেতারা। তাদের চিঠির কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠিটি প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেওয়া হবে। চিঠিতে অতীতের রাজনৈতিক ভুল-ভ্রান্তি ভুলে গিয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনার অনুরোধ করা হয়েছে। তবে আইনিভাবে খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর কোনও সুযোগ নেই।
রবিবার (২১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, তারা খালেদা জিয়ার জন্য বিএনপি দোয়া-মাহফিল করতে পারে, কিন্তু এই ইস্যু ধরে রাজনীতি করার চেষ্টা করে যদি দেশে সভা-সমাবেশ করে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী জবাব দিবে।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ