ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে ৫ দিনব্যাপী রাস উৎসব শুরু হয়েছে। শনিবার (২০ নভেম্বর) থেকে এ উৎসবের শুরু হয়।
জানা গেছে, শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩০তম আবির্ভাব তিথি এবং রাস পূর্ণিমায় প্রতিবছর এ উৎসব
অনুষ্ঠিত হয়।এ উৎসবকে ঘিরে দেশ ও বিদেশের লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম ঘটছে।পার্শ্ববর্তী দেশ ভারতসহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ভক্তরা
ইতিমধ্যে সমবেত হয়েছেন।
শ্রীগুরু সংঘের কেন্দ্রীয় সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী শনিবার সকালে আশ্রম অঙ্গনে সংঘ পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।এর পরপরই ওিই দিন দুপুরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আশ্রম প্রাঙ্গণে শেষ হয়।
শোভাযাত্রায় পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজ হোসেন পিপিএম, কেন্দ্রীয় শ্রীগুরু সংঘের সাধারন সম্পাদক শ্রী রণঞ্জয় কৃষ্ণ দত্ত, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সুনিল কুন্ডু, সাধারন সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, যুগ্ম সাধারন সম্পাদক আমিনুর রশিদ মিল্টন, কাউখালী পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সুব্রত রায়, কেন্দ্রীয় শ্রীগুরু সংঘের কোষাধ্যক্ষ বিপুল ঘোষ সহ আগত ভক্তবৃন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস