হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জহুর চাঁন বিবি মহিলা কলেজের সীমানা প্রাচীর হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ আব্দুল আল মামুনের সভাপতিত্বে ও প্রভাষক মোঃ শাহীন মিয়ার পরিচালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন, প্রভাষক শামীমা আক্তার, প্রভাষক কামরুল হাসান, বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, মহিলা মুক্তিযোদ্ধা রাজিয়াবেগম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শাবান মিয়া, কলেজ ছাত্রী ফারজানা ফেরদৌসসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এ সময় বক্তারা দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস