আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কাছে ৫২৯ কোটি ডলারের বিনিময়ে এক কোটি করোনা পিল বিক্রিতে সম্মত হয়েছে টিকা ও ওষুধপ্রস্তুতকারী মার্কিন কোম্পানি ফাইজার। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে এ বিষয়ক একটি চুক্তিও করেছে কোম্পানির কর্তৃপক্ষ।
করোনার মুখে খাওয়ার ওষুধ বা অ্যান্টিভাইরাল পিল আনছে ফাইজার। নতুন এই ওষুধের নাম দেওয়া হয়েছে প্যাক্সলোভিড। কোম্পানিটির দাবি, তাদের অ্যান্টিভাইরাল পিল করোনায় আক্রান্ত রোগীর মৃত্যুর ঝুঁকি ৮৯ শতাংশ পর্যন্ত কমাতে সক্ষম।
প্যাক্সলোভিড নামের ওষুধটি প্রস্তুতের পর মোট এক হাজার ২১৯ জন করোনা রোগীর ওপর এই ওষুধ পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হয়েছে। ট্রায়ালে অংশ নেওয়া করোনা রোগীরা সবাই মৃদু ও মাঝারি উপসর্গে ভুগছিলেন। এই স্বেচ্ছাসেবীদের শারীরিক তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, তাদের প্রায় সবাই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ