ঢাকা: সরকার খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে নানা গড়িমসি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘দেশের লাখ লাখ মানুষ খালেদা জিয়ার মুক্তি চায়। কিন্তু সরকার চায় না, কারণ সরকার তাকে ঘোর বিরোধী মনে করে।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী) আয়োজিত মৌলানা ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘বেগম জিয়াকে মিথ্যা অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে একটা মামলায় যদি সাজা দেওয়া হয়, হাইকোর্ট সে মামলা থেকে আরেকটু সহানুভূতিশীল হয়ে সাজা কমিয়ে দেন। কিন্তু দুঃখের বিষয় হলো, বেগম জিয়াকে হাইকোর্ট ৫ বছর সাজা বাড়িয়ে দিয়েছেন। হত্যা মামলার আসামি বিদেশ গিয়ে বসে থাকে, অথচ বেগম জিয়াকে চিকিৎসাও করতে দেওয়া হবে না।’
ঢাকা/ইবিটাইমস/এমএইচ