বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের শেষ খেলায় অস্ট্রিয়া ৪-১ গোলে মোলদাভিয়াকে পরাজিত করেছে

কাতার বিশ্বকাপ ফুটবল ২০২২ সালের ইউরোপের বাছাইপর্বের F (এফ) গ্রুপে অস্ট্রিয়া ১০ খেলায় ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান অর্জন করেছে।

ইউরোপ ডেস্কঃ ইউরোপিয়ান বাছাইপর্বের এফ গ্রুপের খেলায় ইসরাইল ও অস্ট্রিয়ার গোল সহ সমান পয়েন্ট হলেও অস্ট্রিয়ার সাথে সরাসরি খেলায় ১ গোল বেশী থাকায় ইসরাইল তৃতীয় স্থান অধিকার করেছে।

গতকাল অস্ট্রিয়ার দক্ষিণের রাজ্য Kärnten এর রাজধানী Klagenfurt এর Wörthersee স্টেডিয়ামে মাত্র ১,৮০০ শতাধিক দর্শকের উপস্থিতি অস্ট্রিয়ার এই জয়ের ফলে আগামী মার্চ মাসে প্লে অফ ম্যাচের মাধ্যমে “কাতার বিশ্বকাপ ২০২২” এ চূড়ান্ত পর্বের খেলার সম্ভাবনা এখনও রয়ে গেছে।

গতকালের খেলায় অস্ট্রিয়ার স্ট্রাইকার মার্কো আরনাউটোভিচ খেলার ৪র্থ মিনিটে এবং ৫৫ তম মিনিটে পেনাল্টি কিকের মাধ্যমে একাই দুই গোল করেন। তাছাড়াও অস্ট্রিয়ার পক্ষে খেলার ২১ মিনিটে গোল করেন ক্রিস্টোফার ট্রিমেল এবং খেলার ৮৩ মিনিটের মাথায় অস্ট্রিয়ার পক্ষে শেষ গোল করেন দেজান লুবিসিক। মোলদাভিয়ার পক্ষে খেলার ৬০ মিনিটের মাথায় এক গোল পরিশোধ করেন নিকোলেস্কু।

এই এফ গ্রুপে ১০ খেলায় ২৭ পয়েন্ট নিয়ে ডেনমার্ক প্রথম স্থান,২৩ পয়েন্ট নিয়ে স্কটল্যান্ড দ্বিতীয়,১৬ পয়েন্ট নিয়ে ইসরাইল তৃতীয়,১৬ পয়েন্ট নিয়ে অস্ট্রিয়া চতুর্থ স্থান, ৪ পয়েন্ট নিয়ে ফেরর দ্বীপ পঞ্চম এবং ১ পয়েন্ট নিয়ে মোলদাভিয়া ৬ষ্ঠ স্থান অধিকার করেছেন।

কবির আহমেদ/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »