
ভিয়েনায় প্রস্থান নিষেধাজ্ঞা সহ সকলের জন্য লকডাউন অস্বীকার করছেন না মেয়র লুডভিগ
ভিয়েনার গভর্নর ও সিটি মেয়র মিখাইল লুডভিগ (SPÖ) বলেছেন মহামারীর বর্তমান পর্যায়ে কিছুই উড়িয়ে দেওয়া যায় না। ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানায় আজ ভিয়েনা রাজ্যের গভর্নর ও মেয়র মিখাইল লুডভিগ এক সংবাদ সম্মেলনে করোনার বর্তমান পরিস্থিতিতে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন,ভিয়েনার সংক্রমণ রোগ বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী রাজ্যের করোনা পরিস্থিতি তেমন একটা ভাল…