ভিয়েনায় ৫ থেকে ১১ বছরের শিশুদের করোনার টিকাদান কর্মসূচি শুরু

ভিয়েনা রাজ্য গভর্নর ও মেয়র মিখাইল লুডভিগ(SPÖ) ও ভিয়েনা সিটির স্বাস্থ্য বিষয়ক কাউন্সিলর পিটার হ্যাকার(SPÖ) এই কর্মসূচির উদ্বোধন করেন।

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে আজ সোমবার ভিয়েনার অস্ট্রিয়া সেন্টারে প্রথমবারের মত ছোট শিশুরা করোনার টিকা পেয়েছে।এই বিশেষ টিকাদান কর্মসূচিতে পাঁচ থেকে এগারো বছর বয়সী শিশুরা তাদের প্রথম টিকা নিতে পারবে।

টিকাদান কর্মসূচি উদ্বোধন করে ভিয়েনার মেয়র মিখাইল লুডভিগ বলেন, ভিয়েনার অভিভাবকরা শিশুদের টিকাদানের ব্যাপারে ব্যাপক সারা দিয়েছেন।

তিনি জানান,আজ সোমবার ১৫ নভেম্বর সকাল পর্যন্ত প্রায় ৯,০০০ হাজারের বেশী শিশুর নাম নিবন্ধন করা হয়েছে।মিখাইল লুডভিগ আরও জানান,শীঘ্রই এই টিকাদান কর্মসূচির পরিধি আরও বাড়ানো হবে।ইতিমধ্যে সংশ্লিষ্ট পরিকল্পনার প্রস্তুতি চলছে। ভিয়েনা অস্ট্রিয়া সেন্টারে শিশুদের টিকা দেওয়ার জন্য বিশেষ অবকাঠামো তৈরি করা হয়েছে।

তিনি আরও বলেন, আপাতত এর জন্য কোনও সুস্পষ্ট সুপারিশ নেই, কারণ বারো বছরের কম বয়সীদের টিকাদান এখনও অনুমোদিত হয়নি।  যাইহোক, আজ জোর দেওয়া হয়েছিল যে ইউরোপীয় মেডিসিন এজেন্সি (ইএমএ) দ্বারা শীঘ্রই অনুমোদন আশা করা যেতে পারে।বর্তমানে অস্ট্রিয়ান সরকারের অনুমতি সাপেক্ষে ভিয়েনা রাজ্য প্রশাসন তার নিজস্ব উদ্যোগে এই টিকাদান কর্মসূচি পরিচালনা করছে। ভিয়েনায় ৫ থেকে ১১ বছরের শিশুদের করোনার প্রতিষেধক টিকা BioNTech/Pfizer এর টিকা ইনজেকশনের মাধ্যমে দেওয়া হচ্ছে। টিকাদান কর্মসূচিতে উপস্থিত ডাক্তার ঘটনাস্থলেই সঠিক ডোজ নির্ধারণ করবেন। এটা নির্ভর করে টিকা দেওয়া শিশুদের শারীরিক অবস্থা এবং ওজনের উপর।

লুডভিগ আরও বলেন, আপনারা বর্তমানে অনুভব করছেন যে করোনার চতুর্থ তরঙ্গটি সম্পূর্ণ শক্তির সাথে অস্ট্রিয়াতে আঘাত হানছে, তাই ভিয়েনা রাজ্য প্রশাসন তড়িৎ সিদ্ধান্ত নিয়ে শিশুদের জন্য এই টিকাদানের ব্যবস্থা করেন।তিনি জানান বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে এই বয়সের শিশুদেরও টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে।

ভিয়েনার স্বাস্থ্য বিষয়ক সিটি কাউন্সিলর পিটার হ্যাকার (SPÖ) টিকাদান কর্মসূচির পর এক সংবাদ সম্মেলনে মেয়র মিখাইল লুডভিগের বক্তব্যের পর বলেন, ভিয়েনায় ইতিমধ্যেই শিশুদের “অফ লেবেল” পরিকল্পনার আওতায় শিশু বিশেষজ্ঞদের দ্বারা ইতিমধ্যে প্রায় ১,০০০ হাজার শিশুকে টিকাদান সম্পন্ন করা হয়েছে।

পিটার হ্যাকার জানান,শিশুদের টিকাদান কেন্দ্রটি অস্ট্রিয়া সেন্টারে একটি পৃথক এলাকায় স্থাপন করা হয়েছিল – যেখানে দেশের বৃহত্তম নিয়মিত করোনা টিকাদানের রুটও রয়েছে। এটি সপ্তাহের সাত দিন সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত এবং বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৭:৪৫ টা পর্যন্ত খোলা থাকবে।সোমবার সকালে অসংখ্য অভিভাবক ও তাদের সন্তানদের টিকাদান কেন্দ্রে অত্যন্ত উৎফুল্ল অবস্থায় দেখা গেছে।

অস্ট্রিয়ার মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি থমাস সেকেরেস সতর্ক করে বলেন,”আমরা মহামারীর সবচেয়ে কঠিন পর্যায়ে আছি। তিনি আবারও এমন লোকদের কাছে আবেদন করেছিলেন যারা এখনও টিকা পাননি বা যাদের টিকা দেওয়া হয়েছে তাদের তৃতীয় স্টিং বা ডোজ গ্রহণ করতে। তিনি সাম্প্রতিক মাসগুলিতে ফেডারেল রাজধানীতে বেশিরভাগ কঠোর ব্যবস্থার প্রশংসা করেছেন।  “ভিয়েনা অন্যান্য ফেডারেল রাজ্যগুলির জন্য একটি রোল মডেল হতে পারে,” তিনি বলছিলেন।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১১,৮৮৯ জন এবং মৃত্যুবরণ করেছেন ৪০ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১,১৮৭ জন।

অস্ট্রিয়ার অন্যান্য ফেডারেল রাজ্যের মধ্যে OÖ রাজ্যে ৩,৮২৯ জন, Salzburg রাজ্যে ১,৮৭০ জন, NÖ রাজ্যে ১,৮৬৫ জন, Steiermark রাজ্যে ১,০৩৮ জন, Tirol রাজ্যে ৮৬১ জন, Kärnten রাজ্যে ৫৪২ জন, Vorarlberg রাজ্যে ৫০৫ জন এবং Burgenland রাজ্যে ১৯২ জন নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ সমগ্র দেশে করোনার প্রতিষেধক টিকার ডোজ দেয়া হয়েছে ১৩,০১৭ ডোজ এবং এই পর্যন্ত করোনার মোট প্রতিষেধক টিকা দেয়া হয়েছে ১,১৪,৬০,৩৯৭ ডোজ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনার প্রতিষেধক টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছেন মোট ৫৮ লাখ ৩১ হাজার ১৪২ জন, যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৬৫,৩ শতাংশ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৯,৭১,৫৪১ জন এবং মৃত্যুবরণ করেছেন ১১,৭৪৬ ,জন।করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৮,৪২,৯৩৪ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১,১৬,৮৬১ জন।এর মধ্যে আইসিইউতে আছেন ৪৪১ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২,৪৫৫ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »