লন্ডন প্রতিনিধি: ব্রিটেনে শুক্রবার নতুন করে ৪০ হাজার ৩৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১৪৫ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে মোট এক লাখ ৪২ হাজার ৬৭৮ জনে দাঁড়ালো। সরকারি সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
পরিসংখ্যান অনুযায়ী গত সাত দিনে করোনা সংক্রমণের হার ৬ দশমিক ৫ভাগ এবং মৃত্যু হার ৮ দশমিক ৯ ভাগ অবনতি ঘটেছে। যুক্তরাজ্যে বর্তমানে কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে আট হাজার ৬৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
ইউরোপে করোনাভাইরাসে আক্রান্তের হার বেড়ে যাওয়ার ব্যাপারে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন সতর্ক করে দেয়ার পর সর্বশেষ এ উপাত্ত প্রকাশ করা হলো।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ