অবশেষে মালদ্বীপকে হারিয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। মাঝে গোল খেয়ে ড্রয়ের শঙ্কা জাগলেও শেষ পর্যন্ত অঘটন হয়নি। শেষ দিকে বাংলাদেশকে স্বস্তি এনে দেন তপু বর্মন। তাঁর গোলেই ব্যবধান গড়া গোলেই দেড় যুগ পর মালদ্বীপকে হারিয়েছে বাংলাদেশ ফুটবল দল।

শনিবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক ট্রফিতে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ ফুটবল দল। বাংলাদেশের হয়ে গোল দুটি করেছেন জামাল ভূঁইয়া ও তপু বর্মন। আর মালদ্বীপের হয়ে একমাত্র গোলটি করেন মোহামেদ উমাইর।

ম্যাচের ১২ মিনিটেই গোল পেয়ে যায় বাংলাদেশ। রহমত মিয়ার লম্বা থ্রো থেকে দলকে লিড এনে দেন অধিনায়ক জামাল ভূঁইয়া।

এগিয়ে যাওয়ার স্বস্তি অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। খেলার ৩২ মিনিটের মাথাতেই গোল খেয়ে বসে বাংলাদেশ। আলী আশফাকের কর্নার থেকে বল জালে পাঠান উমাইর। এরপর ১-১ গোলের স্কোরলাইন নিয়ে বিরতিতে যায় দুদল।

খেলার৮৮ মিনিটে বল নিয়ে প্রতিপক্ষের ডি-বক্সে প্রবেশ করেন জুয়েল রানা। কিন্তু সেখানে জুয়েলকে ফাউল করে বসেন মালদ্বীপের গোলরক্ষক। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে সফল স্পট কিকে জয়সূচক গোল এনে দেন তপু বর্মন।

টুর্নামেন্টে এই প্রথম জয়ের দেখা পেল। নিজেদের প্রথম ম্যাচে সিশেলসের সঙ্গে ড্র করে বসে লাল-সবুজের দল। ওই ম্যাচে ১-১ গোলে ড্র করে।

দুই ম্যাচে ১ ড্র ও ১ জয় থেকে ৪ পয়েন্ট নিয়ে এখন টেবিলের শীর্ষে বাংলাদেশ। আগামী ১৬ নভেম্বর রাউন্ড রবিন লিগ পদ্ধতির আসরে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »