ঢাকাঃ সরকার মাথাপিছু আয়ের মিথ্যা পরিসংখ্যান দিয়ে জনগনের সাথে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবিরয়া।
বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।
তেল গ্যাসের বর্ধিত দাম ও গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে আনতে সরকারের প্রতি আহ্বান জানান। নিত্য পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি না কমালে অচিরেই বৃহৎ আন্দোলনের হুশিয়ারি দেন দলটির আহ্বায়ক। এ সময় গণঅধিকার পরিষদের সদস্য সচিব সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বলেন, জনগনের অধিকার ফিরিয়ে আনতে অবিলম্বে তত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে হবে। গণঅধিকার পরিষদের ছাত্রদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি। নিম্ন ও মধ্যবিত্তদের জন্য রেশনিং ব্যবস্থার দাবি জানান ডাকসুর সাবেক ভিপি।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ