স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালের আগে বড়ো ধাক্কা খেলো নিউজিল্যান্ড। দলের উইকেটকিপার ব্যাটসম্যাস ডেভন কনওয়ে আঙ্গুল ভেঙ্গে ফাইনাল থেকে ছিটকে গেছেন। রবিবার দুবাইয়ে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অষ্ট্রেলিয়ার মুখোমুখি হবে নিউজিল্যান্ড।
শুধু বিশ্বকাপের ফাইনালেই নয়, আসন্ন ভারত সফরেও খেলা হবে না কনওয়ের। টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।
আবুধাবিতে বুধবার দলের ফাইনালে ওঠার ম্যাচে অবদান রাখা এই উইকেটকিপার ব্যাটসম্যান নিজের ভুলের মাশুল গুনছেন। ৩৮ বলে ৪৬ করার পর ইংলিশ লেগ স্পিনার লিয়াম লিভিংস্টোনের বলে স্টাম্পড হয়ে হতাশায় নিজের ব্যাটে হাত দিয়ে আঘাত করেন কনওয়ে। সেটাই কাল হয়। পরের দিন স্ক্যানে ৩০ বছর বয়সী এই ক্রিকেটারের ডান হাতের পঞ্চম আঙ্গুল ভেঙ্গে যাওয়ার রিপোর্ট পাওয়া যায়।
আসরে ছয় ম্যাচে ১২৯ রান করেছেন কনওয়ে। সেমিফাইনালের আগে সুপার টুয়েলভে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার শেষ লড়াইয়েও অপরাজিত ৩৬ রানের গুরুত্বপূর্ন ইনিংস খেলেন। এর আগে সুপার টুয়েলভে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ শুরুর পর পেসার লকি ফার্গুসন পেশিতে চোট পেয়ে ছিটকে যান।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ