ডেস্ক রিপোর্টঃ বিশ্ব জুড়ে করোনা টিকার স্বল্পতা দূর করতে বাংলাদেশের মত টিকা উৎপাদনে সক্ষম দেশগুলোকে কারিগরি সহায়তা দেয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্যারিসে অনুষ্ঠিত সাউথ সাউথ ও ত্রিপক্ষীয় এক আলোচনায় প্রধানমন্ত্রী এ আহবান জানান। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তৃতীয় বিশ্বের দেশগুলোতে করোনা টিকার স্বল্পতার বিষয়টি জোরালো ভাবে তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মত যেসব দেশের টিকা উৎপাদনের সক্ষমতা রয়েছে তাদের কারিগরি সহায়তা দেয়ার মাধ্যমে বিশ্ব জুড়ে করোনা টিকার স্বল্পতা দূর করা সম্ভব। বাংলাদেশে নারী-পুরুষের সমতা অর্জনের সফলতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অর্ধেক মানুষকে উন্নয়নের বাইরে রেখে উন্নত সমাজ গঠন সম্ভব নয়।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ