আন্তর্জাতিক ডেস্ক: তালেবান শাসিত আফগানিস্তানে আবারো জুমার নামাজে বোমার বিস্ফোরণ ঘটেছে। শুক্রবার দুপুরে নানগারহার প্রদেশের আচিন জেলার স্পিন গার এলাকার একটি মসজিদে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় ও তালেবান সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, জুমা’র নামাজের সময়ই মসজিদের ভেতর এই বিস্ফোরণ ঘটে। হাসপাতালের একজন চিকিৎসকের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি বলেছে, অন্তত তিনজন নিহত হয়েছে।
মধ্যপ্রাচ্য ভিত্তিক আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ইমামসহ ১২ জনের মতো আহত হয়েছে বলে।
এর আগে কয়েকটি হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট তথা আইএস খোরাসান। তবে এ হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ