ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র কোভ্যাক্স কাঠামোর অধীনে বাংলাদেশকে ফাইজারের আরো ১ কোটি ৪০ লাখ ডোজ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে।
ফ্রান্স থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় পররাষ্ট্র মন্ত্রী বলেন, “কোভ্যাক্সের অধীনে বাংলাদেশের জন্য মার্কিন প্রশাসন আরও ১৪ মিলিয়ন ফাইজার ভ্যাকসিন দেয়ার ঘোষণা দিয়েছে।”
বুধবার কোভিড-১৯ এবং পরবর্তী বিষয়ে ড. এ কে আবদুল মোমেনসহ ২৫টি দেশের পররাষ্ট্রমন্ত্রীসহ উচ্চ মন্ত্রী পর্যায়ের অংশগ্রহণে এই ভার্চুয়াল বৈঠকটি সঞ্চালনা করেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সব দেশের জন্য সার্বজনীনভাবে সাশ্রয়ী মূল্যে ভ্যাকসিন প্রদানের দাবি জানান। তিনি বাংলাদেশে স্থানীয়ভাবে কোভিডের টিকা উৎপাদনের জন্য ওষুধ কোম্পানিগুলোকে উৎসাহিত করারও আহ্বান জানান।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ