ঢাকা: ঘরে ঘরে পুলিশি পাহারা দিয়ে নির্বাচনি সহিংসতা ঠেকানো সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা এড়াতে রাজনৈতিক দল ও প্রার্থীদের সহনশীল আচরণ করার তাগিদ দেন।
বুধবার চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি।
কে এম নূরুল হুদা বলেন, যারা নির্বাচনে সম্পৃক্ত তাদের মধ্যে নির্বাচনসুলভ আচরণ ও সহনশীলতা থাকতে হবে। তিনি বলেন, ‘ঘরে ঘরে, মহল্লায় মহল্লায় পুলিশি পাহারা দিয়ে এ জাতীয় অপ্রীতিকর ঘটনা থামানো যায় না। সবচেয়ে বেশি জোর দিব যারা নির্বাচন পরিচালনা করেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং যারা ভোটার তাদের মধ্যে সহনশীলতা থাকতে হবে।’
ঢাকা/ইবিটাইমস/এমএইচ