করোনায় ভাড়া বৃদ্ধি বন্ধে নতুনধারার আহবান

নিউজ ডেস্ক:  করোনা পরিস্থিতিতে পরিবহন ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য নতুনধারা বাংলাদেশ এনডিবি আহবান জানিয়েছে।

৭ নভেম্বর প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য হুমায়ুন কবির, আবদুর রহমান প্রমুখ ।

এক বিবৃতিতে বলেন, সারাদেশে সাড়ে ৪ কোটি নতুন দরিদ্র হওয়া মানুষের কথা ভেবে অন্তত পরিবহন ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরকারের সরে আসা উচিৎ।পাশাপাশি সাধারণ মানুষের জন্য করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পূর্ব পর্যন্ত জ্বালানি তেলের দাম স্বাভাবিক রাখারও পদক্ষেপ নেয়া হবে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকারের সত্যিকারের মানবিক দায়িত্ব। কথায় নয়; কাজে প্রমাণ করতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার মা।

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »