কিশোরগঞ্জঃ মসজিদের দানবাক্সে মিলেছে কোটি টাকা, স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে এসব।
দেশের অন্যসব মসজিদের চেয়ে বরাবরই ব্যতিক্রম পাগলা মসজিদ। এই মসজিদের দান বাক্সে সবসময়ই বস্তা বস্তা টাকা পাওয়া যায়। এবারও মাত্র তিন মাসে মসজিদের দানবাক্স খুলে পাওয়া গেছে ১২ বস্তা টাকাসহ বিদেশি মুদ্রা ও সোনাদানা।
শনিবার সকালে মসজিদের বিভিন্ন স্থানে রাখা ৮টি বড় লোহার দানবাক্স খোলা হয়। জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে টাকা বের করে ১২টি প্লাস্টিকের বস্তায় ভরা হয়। পরে সেগুলো মেঝেতে ঢেলে শুরু হয় গণনা। স্থানীয় একটি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ মসজিদ-মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী একত্র হয়ে গণনার কাজ করছেন।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ