স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি সুপার টুয়েলভের একটি ম্যাচ জিতলেই ২০২২ সালে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া বিশ্বকাপের মূল পর্বে উঠে যেত বাংলাদেশ। সেই সহজ সমীকরণ নিয়েও সুপার টুয়েলভে এক ম্যাচেও জিততে পারেনি লাল-সবুজের দল।
সে কারনেই ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সুপার টুয়েলভের খেলার ভাগ্য ঝুলে থাকে ওয়েস্ট ইন্ডিজের হারের দিকে। অবশেষে বাংলাদেশের আশা পূরণ হলো। অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের হারে আগামী বিশ্বকাপের মূল পর্বে উঠে গেল বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে শনিবার ওয়েস্ট ইন্ডিজকে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো প্রাথমিক পর্বে খেলতে হবে।
অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচের আগে ক্যারিবীয়দের চেয়ে ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু ম্যাচ শেষে হেরে যাওয়ার পর ২৩৩ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে চলে গেল উইন্ডিজ। ফলে বাংলাদেশ উঠে গেল আট নম্বরে। বাংলাদেশের বর্তমান পয়েন্ট ২৩৪।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আগামী বছরের বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলবে এবারের দুই ফাইনালিস্ট। তাদের সঙ্গে থাকবে ফাইনালের পরদিন অর্থাৎ ১৫ নভেম্বর র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সুপার টুয়েলভের বাকি শীর্ষ ৬ দল। এই মুহূর্তে বাংলাদেশের অবস্থান র্যাঙ্কিংয়ের ৮ নম্বরে। সেরা আটে থাকার সুবাদে সরাসরি মূল পর্বে খেলবে বাংলাদেশ।
বাংলাদেশের পাশাপাশি ক্যারিবীয়দের হারে সুপার টুয়েলভে নিশ্চিত হলো আফগানিস্তানেরও। এই মুহূর্তে তারা আছে সাত নম্বরে।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ